রিফান্ড পলিসি

রিফান্ড পলিসি

কোর্সে এনরোল করার আগে অবশ্যই কোর্স কারিকুলাম ভালো করে দেখে নেবেন। একবার কোর্সে এনরোল করার পর আর রিটার্ন করা পসিবল না। তাই কোর্সে এনরোল করার পূর্বে অবশ্যই কোর্স কারিকুলাম ভালো করে দেখে নিতে হবে।

স্কিলারবিডি থেকে একবার কোর্স কিনলে, রিফান্ডের কোনো সুযোগ থাকবে না। প্রতিটি কোর্স পেজে সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে। তাই আমাদের অনুরোধ, কোর্স কেনার আগে একবার সময় নিয়ে কন্টেন্টগুলো ভালো করে দেখে নিন।

আমাদের উদ্দেশ্য একটাই—আপনার শেখার যাত্রাটা স্মুথ আর আনন্দময় করে তোলা। কিন্তু সেটা তখনই সম্ভব, যখন আপনি প্রথম থেকেই বুঝে শুনে আগাবেন। ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেটাই আমাদের চেষ্টা।

ধন্যবাদ!

Scroll to Top